Thursday, July 31, 2025
30.5 C
Dhaka

কি পরিণতি হয়েছিল মীর জাফরের গুণধর (!) পুত্রের

হাসান ইনাম

মীর মহাম্মদ সাদেক আলী খান। বাংলার ইতিহাসের প্রখ্যাত বিশ্বাসঘাতক মীর জাফরের গুণধর (!) পুত্র। ইতিহাসে যাকে আমরা মীরণ নামেই চিনি।

পলাশী ষড়যেন্ত্রর অন্যতম প্রধান নায়ক ছিলেন এই মীরণ। মীরণ শুধু সিরাজ হত্যাকান্ডের মূল নায়ক নয়, সে আমিনা বেগম এবং ঘষেটি বেগমের হত্যার সাথেও জড়িত ছিল। নবাব পত্মী লত্‍ফুন্নেসাকে অপমান এবং মীর্জা মেহেদীকে নিষ্ঠুর ভাবে হত্যার করার নায়কও তিনিই। এক কথায় বলতে গেলে মীর জাফরের সকল অপকর্মের অন্যতম বা প্রধান সহযোগী ছিলেন তিনি। কি পরিণতি হয়ে ছিল এই হীনচেতা মানুষটার ? জানতে খুব ইচ্ছে করে। চলুন একটু ঘেঁটে আসি ইতিহাস।

মীর জাফর এবং তার ছেলে মীরণ ১৭৫৭ সালে বৃটিশদের সাথে চুক্তি করছে

“অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া” তে ভিনসেন্ট এ স্মিথ লিখেছেন –

মীরণকে ইংরেজদের নির্দেশে হত্যা করেছিল মেজর ওয়ালস।

অপর দিকে ‘মুর্শিদাবাদ কাহিনী’ তে নিখিল নাথ রায় লিখেছেন –

মীরণের মনে স্বাধীনতার ইচ্ছা বলবত হওয়ায় মীর কাশিমের সাহায্যে তাঁকে কৌশল পূর্বক নিহত করা হয়। পরে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রকাশ করা হয়।
এবার ? আমরা কোন সূত্রে ধরে আগাবো ??

ইতিহাস এ একটা বিষয় খুব ইন্টারেস্টিং। খলনায়কদের মৃত্যুর সঠিক কারণ কখনই সুস্পষ্টভাবে পাওয়া যায় না। কারো কারো ক্ষেত্রে বিষয়টা ভিন্ন।

মীরণের মৃত্যু যেভাবেই হোক না কেন , নৃশংস ভাবে হয়েছে। করুন মৃত্যু হয়েছে।

মীরণের মৃত্যুর জন্য ইংরেজ এবং মীর কাশিম উভয়কেই সন্দেহ করা যেতে পারে। মীর জাফর তখন ছিলো নামমাত্র নবাব। ‘বজ্রপাতে সন্তানের মৃত্যু হয়েছে’ এমন সাজানো গল্প বিশ্বাস করেনি সে। তারপরও নিজের নবাবী জীবন রক্ষার্থে কিছুই করতে পারেনি মীর জাফর। কাপুরুষের মতো চোখের পানিই ফেলেছে।

সূত্র :
১. অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া
– ভিনসেন্ট এ. স্মিথ
২. মুর্শিদাবাদ কাহিনী
– নিখিল নাথ রায়
৩. পলাশী ট্রাজেডির ইতিবৃত্ত
– জেহাদ উদ্দিন

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বন্দুক ও গুলি উদ্ধার

সাতক্ষীরার সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা...

ক্যালিফোর্নিয়ায় ডোরবেল ক্যামেরায় ‘রহস্যময় অবয়ব’, এলিয়েন জল্পনা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কম্পটন এলাকায় এক নারীর বাড়ির ডোরবেল ক্যামেরায়...

চার গুরুত্বপূর্ণ নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত দিল ঐকমত্য কমিশন

সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক...

ক্যালিফোর্নিয়ায় কৃষিজমিতে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেমুর শহরে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি...

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় কানাডা

ফ্রান্স ও যুক্তরাজ্যের পদাঙ্ক অনুসরণ করে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র...

৪০ দেশের জন্য শ্রীলঙ্কার ভিসা ফি মওকুফের সিদ্ধান্ত

পর্যটন খাত চাঙ্গা করতে ৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা...

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর অর্ধেকই জুলাই মাসে

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। চলতি বছরের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img