সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয় সোমবার (২৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা জেলার ধামরাই উপজেলার কুমরাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. লেহাজ উদ্দিন (৫৫) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট চাকলগ্রাম এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. আব্দুল আজিজ (৪৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আব্দুল আজিজের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিএ/এএ


