আসন্ন নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক রূপ পায় না।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটাধিকার প্রয়োগে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কামরুজ্জামান কামরুল বলেন, ‘জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’ তিনি ভয়ভীতি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে। এ জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ পথসভায় বিএনপির দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিএ/এএ


