বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজার চীনে বিদেশি ফোনের চালান নভেম্বরে ৪৭ শতাংশ কমেছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের ওপর। চীনা বাজার থেকে প্রাপ্ত বিক্রির প্রবৃদ্ধি কমায় অ্যাপলের বাজারে আধিপত্য কমতে শুরু করেছে।
আইফোনের নতুন ১৬ সিরিজ চালু করলেও তারা চীনের বাজারে যথেষ্ট বিক্রয় করতে পারছে না। দেশীয় ব্র্যান্ডগুলো নিজেদের বাজার ধরে রাখতে হ্যান্ডসেটে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে। ফলে চীনের বাজারে বিদেশি ফোনের অবস্থান ক্রমান্বয়ে কমছে।
সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরে চীনে বিদেশি মোবাইল ফোনের বিক্রয় ৩.০৪ মিলিয়ন ইউনিটে নেমেছে, যা ২০২৩ সালের একই সময়ে তুলনায় ৪৭ শতাংশ কম। চীনের বাজারে দীর্ঘদিন ধরে চাপের মুখে অ্যাপল। হুয়াওয়ের মতো দেশীয় টেক জায়ান্টের সঙ্গে প্রতিযোগিতা আইফোন বিক্রিতে প্রভাব ফেলছে।
২০২৩ সালের শেষে হুয়াওয়ে অত্যাধুনিক কিছু মডেলের ফোন বাজারে আনে এবং বিদেশি ফোনের আধিপত্য কমতে শুরু করে। গবেষণা সংস্থা আইডিসির তথ্য অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকে হুয়াওয়ের প্রবৃদ্ধি অ্যাপলকেও ছাড়িয়ে যায়।
দেড় দশকের ইতিহাসে প্রথমবার আইফোন ১৬-তে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হয়েছে। তবে চীনা বাজারে আইফোনের বিক্রি ধরে রাখার জন্য স্থানীয় চীনা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। চীনের চন্দ্রবর্ষ ছুটির সময় আইফোন ১৬-এ ছাড় দেওয়ার কথাও ভাবছে অ্যাপল।
সিএ/এমআর


