কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটির উন্নয়ন ব্যয় মেটাতে নতুন আয়ের পথ খুঁজছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই উদ্যোগ চালু হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার ওপেনআইয়ের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে বিজ্ঞাপনগুলো দেখানো হবে বিনামূল্যে ব্যবহারকারী এবং স্বল্পমূল্যের গো প্ল্যানের গ্রাহকদের কাছে। বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের থেকে আলাদা একটি অংশে প্রদর্শিত হবে, যাতে ব্যবহারকারীর মূল অভিজ্ঞতা ব্যাহত না হয়।
তবে যারা প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন ব্যবহার করেন, তাদের কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। ওপেনআই আশ্বস্ত করেছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন কোনোভাবেই বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হবে না।
এতদিন ওপেনআইয়ের আয়ের প্রধান উৎস ছিল সাবস্ক্রিপশন ও মাসিক ফি। ডেটা সেন্টার পরিচালনার বাড়তি ব্যয় এবং সম্ভাব্য আইপিও প্রস্তুতির কারণে প্রতিষ্ঠানটি আয় বাড়ানোর চাপে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই প্রেক্ষাপটে বিজ্ঞাপন যুক্ত করাকে একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
লোকসানে থাকা এই স্টার্টআপটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো খাতে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে এই বিপুল অর্থের উৎস নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটির সাপ্তাহিক প্রায় ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী থেকে বিজ্ঞাপন খাতে বড় অঙ্কের রাজস্ব আসতে পারে। তবে একই সঙ্গে আশঙ্কা রয়েছে, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন ব্যবহারকারীদের বিরক্ত করতে পারে এবং পণ্যের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে। ই-মার্কেটারের বিশ্লেষক জেরেমি গোল্ডম্যান বলেন, বিজ্ঞাপনগুলো যদি বিরক্তিকর বা অপ্রাসঙ্গিক হয়, তবে ব্যবহারকারীরা সহজেই গুগল জেমিনি, এক্সের গ্রক কিংবা অ্যানথ্রোপিক ক্লদের মতো প্রতিদ্বন্দ্বী চ্যাটবটের দিকে ঝুঁকতে পারেন।
ওপেনআই আরও জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের কাছে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। স্বাস্থ্য ও রাজনীতির মতো সংবেদনশীল বিষয়েও বিজ্ঞাপন বন্ধ রাখা হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, কথোপকথনের প্রাসঙ্গিকতা অনুযায়ী উত্তরের নিচে স্পনসর করা পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা রয়েছে।
মাইক্রোসফট সমর্থিত এই কোম্পানিটি জানিয়েছে, ভারতে প্রথম চালু হওয়া স্বল্পমূল্যের চ্যাটজিপিটি গো প্ল্যানটি এখন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে আট ডলারে পাওয়া যাবে।
সিএ/এমআর


