শীতকালে ত্বক শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রভ হয়ে যাওয়া স্বাভাবিক। তবে বিশেষজ্ঞদের মতে, মাত্র একটি উপাদান ব্যবহার করলেই ত্বক নরম, উজ্জ্বল ও প্রাণবন্ত রাখা সম্ভব। সেই উপাদানটি হলো গ্লিসারিন।
গ্লিসারিন ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি শুষ্কতা ও ফাটাভাব কমায় এবং ত্বককে নরম ও মসৃণ রাখে। সব ধরনের ত্বকের জন্য এটি নিরাপদ বলে মনে করা হয়।
ব্যবহারের জন্য এক চা চামচ গ্লিসারিনের সঙ্গে এক চা চামচ গোলাপ জল বা সাধারণ পানি মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখ ও গলায় লাগাতে বলা হয়েছে। সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। টানা ৭ থেকে ১০ দিন ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা চোখে পড়বে।
তবে সতর্কতা হিসেবে খাঁটি গ্লিসারিন একা ব্যবহার না করা, দিনে বাইরে বের হওয়ার আগে না লাগানো এবং ব্রণপ্রবণ ত্বকে আগে প্যাচ টেস্ট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সিএ/এমআর


