ঘোড়া মানুষের সঙ্গে বহু যুগ ধরে সম্পর্কযুক্ত। এটি দ্রুতগামী চতুষ্পদ প্রাণী, যেটি অতীতে বাহন এবং যুদ্ধের কাজে ব্যবহৃত হত। অনেকে জানতে চেয়েছেন, ঘোড়ার গোশত খাওয়া ইসলাম অনুসারে কি জায়েজ?
ফুকাহায়ে কেরাম মনে করেন, ঘোড়ার গোশত খাওয়া হালাল। তবে গণহারে খেলে জিহাদের সময় সমস্যার সম্ভাবনা থাকায় ইমাম আবু হানিফা (রহ.) ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ হিসেবে দেখেছেন। হাদিসে উল্লেখ আছে, হজরত খালিদ ইবনে ওলিদ রা. বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কাজে ব্যবহারের জন্য ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন।
তবে সাধারণ সময়ে এবং যুদ্ধের প্রয়োজন না থাকলে ঘোড়ার গোশত খাওয়া বৈধ। হজরত জাবের রা. উল্লেখ করেছেন, খায়বারের যুদ্ধে ঘোড়া জবাই ও গোশত খাওয়ার অনুমতি ছিল।
সিএ/এমআর


