আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাত্র তিন দিনে দেশটিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত ৪৫৮টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এই তথ্য শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকাশ করেছে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বুধবার থেকে শুক্রবারের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এএনডিএমএ সামাজিক মাধ্যমে এক মানচিত্রও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি ধ্বংস হয়েছে।
এএনডিএমএ-এর মুখপাত্র ভিডিও বার্তায় জানান, ‘৩৬০টি পরিবার এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি জনসাধারণকে তুষারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ সড়কে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি আরও জানান, অধিকাংশ মৃত্যুর কারণ হলো ঘরের ছাদ ধস ও তুষারধস। এছাড়া তীব্র শীত ও শূন্যের নিচের তাপমাত্রার কারণে অনেকেই ঠান্ডাজনিত অসুস্থতা ও ফ্রস্টবাইটে প্রাণ হারিয়েছেন।
সিএ/এএ


