অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে। আলাপে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) এ টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বরাতে জানা গেছে, আলাপে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয়েছে। দুই পক্ষ একাধিক ক্ষেত্রের সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছেন।
উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন। তারা অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে টেকসই সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন।
চলতি মাসে এ ফোনালাপটি তাদের মধ্যে তৃতীয় দফার আলাপ। এর আগে, সম্প্রতি বহুপক্ষীয় এক ফোরামের সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ করেছেন।
সিএ/এএ


