নওগাঁয় ধানবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের রফিকুলের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), বড় বাতাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম অপু (৩১), একই উপজেলার রাজা মিয়ার ছেলে সাজিদুল ইসলাম সবুজ (২৩), পলুপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে গোলাপ (২৪), সদুল্যাপুর উপজেলার বলিদহ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে লাভলু (২৮) এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরকাকাটা চানপুর গ্রামের দেলোয়ার হোসেন শরীফের ছেলে রাকিব হোসেন শরীফ (২৭)।
পুলিশ সুপার জানান, গত ২২ জানুয়ারি দিনাজপুর জেলার বদরগঞ্জ থেকে নওগাঁয় আসছিল একটি ট্রাক, যাতে ছিল ২৫০ বস্তা (৫০০ মন) ধান। রাত দেড়টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় ট্রাকটি পৌঁছালে ডাকাতদল সামনে ব্যারিকেড দেয়। এরপর ট্রাকের ড্রাইভার মারুফ ও হেলপার শামীমকে মারধোর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ডাকাতদল ধানবোঝাই ট্রাকটি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশের তদন্তে ডাকাত দলকে শনাক্ত করা হয় এবং গ্রেপ্তারের জন্য মাঠে অভিযান শুরু করা হয়। শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে প্রথমে একটি ট্রাক ও সন্দেহভাজন আরিফুল ইসলাম আরিফকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ চালানো হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে নিয়ে গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়, যা থেকে গোলাপ ও লাভলুকে গ্রেপ্তার করা হয়। এরপর ডাকাত সর্দার সামিউল ইসলামকে ধরতে গাজিপুরে অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান।
পুলিশি অভিযান অব্যাহত রেখে আশুলিয়া, সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন শরীফ, রফিকুল ইসলাম অপু ও সাজিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের অন্যান্য সহযোগী ও ডাকাতির লুটকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান চলমান আছে বলে পুলিশ সুপার জানান।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএ/এএ


