লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় অংশগ্রহণকারী ১০টি প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার মাধ্যমে বেকার যুবকদের চাকরির সুযোগ তৈরি হবে। কর্মসংস্থানের এমন উদ্যোগে অংশ নিয়ে শিক্ষিত বেকার যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
আজ রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী শহরের বাইশমারা এলাকায় অবস্থিত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস মাঠে এসেট প্রকল্পের অর্থায়নে এ চাকরি মেলার আয়োজন করা হয়। সকাল থেকে মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষিত বেকার যুবকরা অংশ নেন এবং পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দেন।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ। উদ্বোধন শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও মেলার কো-অর্ডিনেটর দেবব্রত কুমার নাথ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, বিসিক শিল্পনগরী লক্ষ্মীপুরের উপব্যবস্থাপক ফজলুল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চাকরি মেলায় বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, হোলসিম বাংলাদেশ পিএলসি, এএমআর আর্কিটেক্ট অ্যান্ড কন্সট্রাকশন, বিডি কলিং আইটি, এনজিএস সিমেন্টসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের সিভি গ্রহণের পাশাপাশি প্রাথমিকভাবে যোগ্যতা যাচাই করেন।
প্রধান অতিথি প্রফেসর মো. ইউছুফ বলেন, ‘জব ফেয়ার অনুষ্ঠানটি দারুণ আয়োজন। এতে শিক্ষিত বেকার যুবকরা কর্মমুখী হবে। তারা উদ্দীপ্ত হবে পরবর্তী বছর নিজেদেরকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য।’
সিএ/এএ


