Sunday, January 25, 2026
26 C
Dhaka

দশকের পর দশক অজান্তেই বোমার পাশে বসবাস

কক্সবাজারের রামু উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিশাল অবিস্ফোরিত বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যে ভারী ধাতব বস্তুটির ওপর দাঁড়িয়ে স্থানীয় মানুষজন কাপড় ধুয়ে আসছিলেন, সেটিই যে একটি শক্তিশালী বোমা—এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বোমাটি উদ্ধার করা হয় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লট উখিয়ারঘোনা তছাখালী এলাকার একটি পুকুরপাড় থেকে। স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বস্তুটি সাধারণ লোহার টুকরা হিসেবে পরিচিত ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামুনিশন বিশেষজ্ঞদের প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি শক্তিশালী অবিস্ফোরিত বোমা।

পুলিশ জানায়, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে পুকুর সংস্কারের সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি বস্তুটিকে পানি থেকে তুলে পাড়ে রেখে দেন। এরপর দীর্ঘদিন ধরে সেটির আশপাশে স্বাভাবিক দৈনন্দিন কাজ চলতে থাকে। বিশেষ করে নারীরা সেখানে নিয়মিত কাপড় ধুতেন। পরে পুকুর ভরাট হলে বোমাটি আব্দু শুক্কুর ড্রাইভার ও মনির আহমদের বাড়ির ভিটায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘তখন বুঝিই নাই এটা বোমা। সামনে পাখার মতো অংশ ছিল। একটি শিকল ছিল, থালার মতো একটি লকারও ছিল, সেগুলো আমরা ভেঙে ভাঙারির কাছে বিক্রি করে দিছি।’

আরেক বাসিন্দা সিরাজুল হক বলেন, ‘এত বছর ধরে এখানে মানুষ যাতায়াত করেছে, কাপড় ধুইছে, কিন্তু আল্লাহর রহমতে কিছু হয়নি।

গত বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বোমাসদৃশ বস্তুটির ছবি পোস্ট করেন। তিনি ধারণা দেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানি বোমা হতে পারে এবং এতে বিস্ফোরক রয়েছে কি না তা পরীক্ষা করা জরুরি। বিষয়টি ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বড় অবিস্ফোরিত বোমা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বোমাটিকে নিরাপদ স্থানে রেখে চারপাশ ঘিরে ফেলা হয়েছে।

সেনাবাহিনীকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেয়।’

পরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামুনিশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেনা সূত্র জানায়, বোমাটির ওজন আনুমানিক ৩০০ থেকে ৩২০ কেজি, দৈর্ঘ্য প্রায় ১১৯ সেন্টিমিটার এবং ব্যাস প্রায় ১১৭ সেন্টিমিটার।

বর্তমানে বোমাটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বোমাটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না করা পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

গবেষক শিরূপন বড়ুয়া বলেন, ‘যদি এটি নিষ্ক্রিয় প্রমাণিত হয়, তবে এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। এটিও রামুর ইতিহাসের অংশ।’

দশকের পর দশক মৃত্যুকে এত কাছে নিয়ে বসবাস করেও কিছুই না জানার বিষয়টি এখন স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ও বিস্ময়ের জন্ম দিয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

স্মার্টফোন ছাড়াই কাজ করবে মেটার নতুন স্মার্ট চশমা

মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে অত্যাধুনিক এআই স্মার্ট চশমা...

রমজানের প্রস্তুতিতে শাবান মাসের গুরুত্ব

রমজানের আগমনী বার্তা বহন করে শাবান মাস। আত্মশুদ্ধি, ইবাদত...

শিক্ষার্থীর উদ্ভাবনে স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন দিগন্ত

আজকের যুগে স্বাস্থ্য পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে।...

গিবতের ভয়াবহতা ও পরিণতি

গিবত ইসলামে একটি ভয়াবহ গুনাহ হিসেবে বিবেচিত। এটি মানুষের...

রিয়ালের ধারাবাহিক জয়ে সমর্থকদের উৎসাহ

ভিয়ারিয়ালের বিপক্ষে গতরাতে গুরুত্বপূর্ণ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার...

মধ্য ও উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ মানবিক...

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শনিবার (২৫ জানুয়ারি...

আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বারোপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন টেলিফোনে কথা...

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি, ছয় গ্রেপ্তার

নওগাঁয় ধানবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের...

বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২

চট্টগ্রামে ছাত্রদলের মিছিলের ভিডিও করতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ার...

থাইল্যান্ডে সম্পূর্ণ অর্থায়িত স্নাতকোত্তর বৃত্তি

থাইল্যান্ডে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ...

জাপানে শেষ পান্ডা দেখতে হাজারো দর্শক

জাপানের টোকিও শহরের উয়েনো চিড়িয়াখানায় শেষবারের মতো পান্ডা দেখার...

যাত্রাবাড়ীর জনসভায় নির্বাচন নিয়ে জামায়াত আমীরের হুঁশিয়ারি

যুবকদের হাতে বেকার ভাতা নয়, দেশ গড়ার কারিগরে পরিণত...

প্রযুক্তি নাকি মানবিকতা, কোনটি এগিয়ে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আধুনিক সভ্যতার এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত...
spot_img

আরও পড়ুন

স্মার্টফোন ছাড়াই কাজ করবে মেটার নতুন স্মার্ট চশমা

মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে অত্যাধুনিক এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। রে-বেন ব্র্যান্ডের লোগোযুক্ত এই স্টাইলিশ চশমায় যুক্ত করা হয়েছে আধুনিক...

রমজানের প্রস্তুতিতে শাবান মাসের গুরুত্ব

রমজানের আগমনী বার্তা বহন করে শাবান মাস। আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি ও রমজানের প্রস্তুতির জন্য এই মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুমিনদের জন্য শাবান মাস...

শিক্ষার্থীর উদ্ভাবনে স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন দিগন্ত

আজকের যুগে স্বাস্থ্য পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এবার টয়লেট ব্যবহারের সময়ই প্রাথমিক পর্যায়ের কিডনি রোগ শনাক্ত করার প্রযুক্তি সামনে এনেছেন যুক্তরাজ্যের এক...

গিবতের ভয়াবহতা ও পরিণতি

গিবত ইসলামে একটি ভয়াবহ গুনাহ হিসেবে বিবেচিত। এটি মানুষের অজান্তেই নেক আমল নষ্ট করে দেয়। চুরি, সুদ কিংবা ব্যভিচারের মতো বড় গুনাহের সঙ্গেও এর...
spot_img