চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে অংশ নিয়ে আঞ্চলিক ভাষায় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উঠে তিনি চট্টগ্রামের ভাষায় বলেন, ‘অনেরা ক্যান আছন (আপনারা কেমন আছেন)?’ জবাবে মাঠে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা সমস্বরে বলেন, ‘ভালা আছি (ভালো আছি)।’ মুহূর্তেই সমাবেশস্থলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। প্রায় ২০ বছর পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক সমাবেশে সরাসরি অংশ নেন তিনি। মঞ্চে ওঠার আগে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, আজকের এই সমাবেশ একটি পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই চট্টগ্রাম সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন, এই চট্টগ্রামেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, এই চট্টগ্রামেই দেশনেত্রী খালেদা জিয়াকে ‘দেশের নেত্রী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের আবেগের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
বিপুল মানুষের উপস্থিতিতে সমাবেশটি পরিণত হয় জনসমুদ্রে। ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বিএনপির উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা। সমাবেশ ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সিএ/জেএইচ


