গিবত ইসলামে একটি ভয়াবহ গুনাহ হিসেবে বিবেচিত। এটি মানুষের অজান্তেই নেক আমল নষ্ট করে দেয়। চুরি, সুদ কিংবা ব্যভিচারের মতো বড় গুনাহের সঙ্গেও এর তুলনা করা হয়েছে। গিবত মূলত মানুষের অনুপস্থিতিতে তার এমন দোষের আলোচনা করা, যা সে শুনলে অপছন্দ করত।
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিবত হলো তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা, যা সে অপছন্দ করে। যদি সেই দোষ সত্যিই তার মধ্যে থাকে, তবে তা গিবত; আর যদি না থাকে, তবে তা অপবাদ। অপবাদের শাস্তি আরও ভয়াবহ।
ইসলামে শুধু গিবত করাই নয়, খুশি মনে গিবত শোনাও গুনাহ। ইমাম নববি (রহ.) বলেন, গিবত শুনলে শ্রোতার দায়িত্ব হলো গিবতকারীকে বাধা দেওয়া। যদি তা সম্ভব না হয়, তবে সেই পরিবেশ ত্যাগ করা উচিত।
গিবত মানুষের সামাজিক সম্পর্ক নষ্ট করে এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজের জিহ্বাকে সংযত রাখা, অন্যের দোষ আড়াল করা এবং অপ্রয়োজনীয় সমালোচনা থেকে বিরত থাকা।
সিএ/এমআর


