বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি জাটকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জব্দ করা এসব জাটকা এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে বরিশাল মহানগরীর আমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালী ও কুয়াকাটা থেকে ঢাকাগামী ‘অন্তরা ক্লাসিক’ ও ‘রাজধানী পরিবহন’ নামের দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস দুটির ভেতর থেকে প্রায় তিন হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জাটকা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়। পরে শনিবার দুপুরে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়তুল্লার উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশ আরও জানায়, জাটকা সংরক্ষণ ও অবৈধ পরিবহন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সিএ/এসএ


