কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম। তিনি বলেন, ‘একসময় আমাদের দেশের কৃষি ছিল পেটে ভাতের কৃষি। দেশ যখন স্বাধীন হয় সেই স্বাধীনতার পূর্বের সময় আমাদের খাদ্য উৎপাদনের যে ব্যবস্থা ছিল দানাদার শস্য, তার পরিমাণ ছিলো ১ কোটি ১০ লাখ মেট্রিক টন। সেই জায়গা থেকে আজ আমরা দানাদার খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমাদের খাদ্যশস্যের বা খাদ্যের কোনো ঘাটতি নাই। এটা সম্ভব হয়েছে আমাদের কৃষির সাথে সম্পৃক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, এবং সর্বোপরি এদেশেই কৃষক যারা শ্রম দিয়ে ঘাম দিয়ে কৃষি উন্নয়নের জন্য বা রূপান্তিত করার জন্য। আপনারা যারা কাজ করেছেন, তাদের জন্য এটা সম্ভব হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, ঢাকা খামারবাড়ি প্রকল্প বাস্তবায়নের উপপরিচালক শাখাওয়াত হোসেন শরীফ, ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর মোস্তফা এমরান হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষানি, সার ও বীজ ডিলার, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সিএ/এসএ


