ওয়াইফাই নেটওয়ার্কের সীমাবদ্ধতা নিয়ে বহু শিল্পপ্রতিষ্ঠানই দীর্ঘদিন ধরে সমস্যার মুখোমুখি হচ্ছে। এই সংকট কাটাতে নিজস্ব নেটওয়ার্ক ও ফাইভজি প্রযুক্তির দিকে ঝুঁকছে বিভিন্ন কোম্পানি। জার্মানির একটি শিল্প পার্কে বর্তমানে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
ওই পার্কের একটি প্রতিষ্ঠান জেডডাব্লিউআই টেকনোলজিস ফাইভজি ক্যাম্পাস নেটওয়ার্ক ব্যবহার করে রিয়েল টাইমে তথ্য আদান-প্রদান করছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, আগে তথ্য সংগ্রহ করে অন্যত্র পাঠাতে সময় লাগত, এখন নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে। এতে উৎপাদন দক্ষতা বেড়েছে।
নিজস্ব ফাইভজি নেটওয়ার্ক ওয়াইফাইয়ের তুলনায় বেশি নিরাপদ এবং গতি প্রায় দশ গুণ পর্যন্ত বেশি। এতে মেশিন-টু-মেশিন যোগাযোগ, রোবটের মধ্যে তথ্য আদান-প্রদান এবং অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে যন্ত্র নিয়ন্ত্রণের মতো আধুনিক সুবিধা যুক্ত করা যাচ্ছে।
ফ্রাউনহোফার ইনস্টিটিউটের গবেষকেরা এই প্রকল্পের ফলাফল বিশ্লেষণ করছেন, যাতে অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও ভবিষ্যতে এই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হয়। গবেষকদের মতে, নিজস্ব ফ্রিকোয়েন্সি ব্যবহারের কারণে এতে নিরবচ্ছিন্ন সংযোগ ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা সম্ভব।
বিশেষজ্ঞরা মনে করছেন, শিল্পখাত ছাড়াও হাসপাতাল, জরুরি সেবা, বিদ্যুৎ সরবরাহ ও দমকল বিভাগেও ফাইভজি ক্যাম্পাস নেটওয়ার্ক ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিএ/এমআর


