মার্কিন নারী ফুটবলের ফরোয়ার্ড ট্রিনিটি রডম্যান আবারও তার আগের ক্লাব ওয়াশিংটন স্টিরিটে যোগ দিয়েছেন। তিন বছরের নতুন চুক্তি করে তিনি নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়ের তকমা অর্জন করেছেন।
খেলার সময়
১ মিনিটে পড়ুন
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিনিটি রডম্যানের নতুন চুক্তি অনুযায়ী বোনাসসহ প্রতি বছর ২০ লাখ ডলার আয় করবেন তিনি। এই চুক্তি ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে তিনি স্প্যানিশ ফুটবলার এবং হ্যাটট্রিক ব্যালন ডি’অর বিজয়ী আইতানা বনমাতিকে পিছনে ফেলে নারী ফুটবলে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছেন।
২৩ বছর বয়সী রডম্যান সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যানের কন্যা। ক্যারিয়ারের শুরু থেকে তিনি স্পিরিট ক্লাবের হয়ে খেলছেন। তার আগের চুক্তি শেষ হয়েছিল ৩১ ডিসেম্বর, যার পর থেকে ফ্রি এজেন্ট ছিলেন তিনি।
রডম্যান নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘চমৎকার অনুভূতি হচ্ছে। আমি খুব খুশি। আমি খুব সৌভাগ্যবান। এটা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা আমার আগের সবকিছুকে বদলে দিতে পারে।’
সিএ/এসএ


