সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফুটবল ট্রান্সফার বিষয়ক নির্ভরযোগ্য সূত্র এবং ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাবিজিও রোমানো। জানা যায়, টুনকারার চুক্তি কার্যকর হবে আগামী মার্চে, যখন সে ১৬ বছরে পা রাখবে। চুক্তির মেয়াদ ও আর্থিক বিষয় এখনও প্রকাশ করা হয়নি।
স্পেনের ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, লা মাসিয়ায় অসাধারণ পারফরম্যান্সের কারণে টুনকারা সিনিয়র দলে সুযোগ পেয়েছে। বয়সভিত্তিক ধাপ পেরোনোর আগেই তাকে গত গ্রীষ্মে যুবা ‘এ’ (হুভেনিল এ) দলে নেওয়া হয়।
শারীরিক শক্তি ও কারিগরি দক্ষতার অনন্য সমন্বয়ে টুনকারা কম সময়ে নজর কাড়তে সক্ষম হয়েছে। ইউরোপের একাধিক বড় ক্লাব তাকে দলে নেয়ার চেষ্টা করলেও বার্সেলোনা তার প্রতিভাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ প্রথম দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাকে ধৈর্য রাখার পরামর্শ দিয়েছে।
বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় টুনকারার নাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি প্রতিভা ও সামর্থ্য অনুযায়ী পারফর্ম করে, তাহলে সে বার্সার জন্য আরেকটি ইয়ামাল হয়ে উঠতে পারে।
সিএ/এসএ


