সুদানের দক্ষিণ কর্ডোফান রাজ্যে একটি সোনার খনি ধসে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এখনো বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, দক্ষিণ কর্ডোফানের আবু জুবাইহা এলাকায় অবস্থিত একটি সোনার খনিতে হঠাৎ ধস নামে। এতে ঘটনাস্থলেই ছয়জন শ্রমিকের মৃত্যু হয় এবং অন্তত ১২ জন আহত হন।
বিবৃতিতে বলা হয়, খনি ধসের পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হলেও এখনো অনেক শ্রমিকের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক আহত শ্রমিকদের জন্য দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি খনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এর মধ্যে কার্যকর নিরাপত্তা মানদণ্ড প্রণয়ন, শ্রমিকদের প্রশিক্ষণ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির মতে, প্রাতিষ্ঠানিক অবহেলা ও আইন প্রয়োগে দুর্বলতার কারণেই খনি শ্রমিকদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
সিএ/এএ


