নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের একটি ক্যাম্পগ্রাউন্ডে ভূমিধসের ঘটনায় নিখোঁজদের কেউ বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পূর্ব উপকূলের মাউন্ট মাউঙ্গানুই এলাকায় টানা ভারি বৃষ্টির কারণে ভূমিধস ঘটে। গ্রীষ্মকালীন ছুটিতে ভিড় করা তৌরাঙ্গা শহরের ওই ক্যাম্পগ্রাউন্ডে মাটি ও ধ্বংসস্তূপ ধসে পড়ে। এতে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ হন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের পর ধ্বংসস্তূপের নিচে আর কোনো জীবিত মানুষের চিহ্ন পাওয়া যায়নি। রাতের মধ্যে দেহাবশেষ পাওয়ায় উদ্ধার কাজ আরও জটিল হয়ে পড়েছে। নিরাপত্তার কারণে উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র ১৫ বছর।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বলেছেন, ‘এই খবর গোটা দেশকে মর্মাহত করেছে।’ শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে নিউজিল্যান্ডের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ভূমিধসের ঝুঁকি থাকায় উদ্ধার কাজ অত্যন্ত সাবধানে পরিচালনা করা হচ্ছে। এলাকায় আবারও ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই টানা বৃষ্টির কারণে কাছের পাপামোয়া এলাকায় আরেকটি ভূমিধসে দুই জনের মৃত্যু হয়েছে।
সূত্র: রয়টার্স
সিএ/এএ


