বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস বলেছেন, “এ পৃথিবীর সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। কেউ কালো, কেউ সাদা, কেউ বধির, কেউ অন্ধ, কেউ শারীরিকভাবে অসম্পূর্ণ। কিন্তু এরা সবাই সৃষ্টির সেরা জীব, মানুষ। তেমনি এই বাংলাদেশ সব বাংলাদেশিদের জন্য।”
তিনি বলেন, “বধিরদেরও অধিকার আছে এদেশের সব সুযোগ-সুবিধা ভোগ করার। দেশের উন্নয়নে বধিরসহ বিশেষ চাহিদাসম্পন্ন সবাইকে সম্পৃক্ত করতে হবে।”
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে বধির উৎসব ও বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অপর্ণা রায় আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করে যাবেন এবং ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব আপনাদের জন্য ইশারা ভাষা, কারিগরি প্রশিক্ষণ, বিশেষ সুবিধা, চিকিৎসা সেবাসহ দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত করেন।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আজীবন সদস্য মো. আলম। এছাড়াও উপস্থিত ছিলেন— জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জাতীয় বধির সংস্থার সাজ্জাদ হোসেন, এ কে এম জাহিদ হাসান দিপু, মনোয়ার হোসেন সুপন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক, আমির হোসেন খোকন, মোরশেদুর রহমান, সেকান্দার আলী, সাইবার দলের আশরাফুল ইসলাম, মনসুর খান ও মিন্টু সম্রাট প্রমুখ।
সিএ/এএ


