আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের গণতৎপরতা দেখে একটি বড় রাজনৈতিক দল ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। তারা জনগণের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।’ তিনি দাবি করেন, সাধারণ মানুষের ব্যাপক সমর্থনই প্রতিপক্ষের অস্বস্তির মূল কারণ।
ঢাকা-১১ আসনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা ১১ আসনে কোনো চাঁদবাজ, ভূমিদস্যুর স্থান হবে না।’ তিনি এ সময় এলাকার শাসনব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনকেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব। বিজয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরব। আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, কেন্দ্র থেকেও পিছু হটব না।’ তিনি ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ঢাকা-১১ আসন নানা সমস্যায় জর্জরিত। এই এলাকার ট্রাফিক সমস্যা, চাঁদাবাজ ও ভূমিদস্যু রয়েছে। আমরা সরকার গঠন করে এগুলো মুক্ত করব।’ সমাবেশ শেষে গণমিছিল নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সিএ/এএ


