প্রশ্ন: মাসবুক ব্যক্তি (যে ইমামের সাথে এক বা একাধিক রাকাত পূর্ণ করেনি) অবশিষ্ট নামাজের জন্য কখন দাঁড়াবেন?
উত্তর: মাসবুক ইমামের দুই পাশে সালাম ফেরানো শেষ হওয়ার পর বাকি নামাজের জন্য দাঁড়াবেন। ইমামের প্রথম বা দ্বিতীয় সালাম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলে সঠিক পদ্ধতি হবে না।
মাসবুক ব্যক্তি ইমামের সাথে প্রথম বৈঠকে শরিক হলে তাশাহহুদ পড়বেন। যদিও তার দুরাকাত পূর্ণ হয়নি, এরপরও ইমামকে অনুসরণ করে তাশাহহুদ পড়া চলবে। ইমামের শেষ বৈঠকে মাসবুক শুধু তাশাহহুদ পড়বেন; দরুদ ও দোয়া মাসুরা পড়া প্রয়োজন নয়। ধীরে ধীরে তাশাহহুদ পড়া উচিত যেন ইমামের তাশাহহুদ ও দরুদ-দোয়া সঙ্গে মিলিয়ে শেষ হয়।
সিএ/এমআর


