পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম)-এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিভিন্ন প্রতিষ্ঠানের প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা প্রণয়নের বিষয়ে মতামত তুলে ধরেন ইউরোচেমের প্রতিনিধি দল। এ নির্দেশিকা প্রণয়নে বাস্তবসম্মত ও কার্যকর কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ বাস্তবসম্মত, ভবিষ্যৎ উপযোগী, টেকসই ও ন্যায্য একটি ফ্রেমওয়ার্ক গ্রহণে আগ্রহী। তিনি জানান, প্রতিযোগিতামূলক বৈষম্য রোধে একটি একক ও অভিন্ন কমপ্লায়েন্স কাঠামো অত্যন্ত জরুরি। একই সঙ্গে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতি দ্রুততম সময়ে স্টেকহোল্ডার সভা আয়োজন, ইউরোপিয়ান ইউনিয়ন ও পার্শ্ববর্তী দেশের আইন পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত নির্দেশিকা তৈরিতে পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউরোচেম চেয়ারপার্সন নুরিয়া লোপেজ বলেন, ইউরোপিয়ান কম্পানিগুলোর সহায়তার বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে। তিনি বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং শতকরা ১০০ ভাগ পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিএ/এএ


