কুড়িগ্রাম রাজারহাট বৈদ্দেরবাজারে মাটি আর রঙের তুলিতে ফুটে উঠছে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।
কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন সরস্বতী পূজাকে সামনে রেখে জেলাভিত্তিক ঐতিহ্যবাহী প্রতিমা শিল্পে মুখরিত হয়ে উঠেছে এলাকা। স্থানীয় মৃৎশিল্পীরা দিনরাত এক করে নিখুঁত হাতের কারুকার্য দিয়ে তৈরি করছেন ছোট-বড় বিভিন্ন আকৃতির সরস্বতী প্রতিমা। বৈদ্দেরবাজার মন্দির প্রাঙ্গণ ও বিভিন্ন কারিগরদের উঠোনে চলছে প্রতিমা রঙের কাজ। মাটির অবয়বে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর মুখচ্ছবি, যা দেখতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।
মিঠু মালাকার বলেন,এবার প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি শিল্পীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। মাটি, রং, কাঠামো ও অন্যান্য উপকরণের দাম বেশি থাকলেও প্রতিমার বিক্রয়মূল্য আগের মতোই রয়ে গেছে, যা কারিগরদের আয়ে চাপ সৃষ্টি করেছে। তারপরও স্থানীয় মৃৎশিল্পীরা রাতদিন পরিশ্রম করে কাজ এগিয়ে নিচ্ছেন। অনেক শিল্পী এ বছর ২০ থেকে ৫০টি পর্যন্ত প্রতিমা তৈরি করেছেন। বেশিরভাগ প্রতিমার গঠন কাজ শেষ এখন রং ও সজ্জার কাজ চলছে।
রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব “রতন কুমার রায়” জানান, আগামীকার ২৩-১-২০২৬ খ্রিস্টাব্দ শ্রীশ্রী সরস্বতী পূজা, পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নতুন স্বপ্ন ও আশা নিয়ে দেবী সরস্বতীকে বরণ করার জন্য প্রহর গুনছেন। শিশু, নারী-পুরুষসহ সকল বয়সী মানুষ বিদ্যা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে এই উৎসবকে সার্থক করতে প্রস্তুত। পূজার সকল আয়োজন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে ভক্তরা প্রত্যাশা প্রকাশ করেছেন। পূজার আনন্দমুখর পরিবেশ ইতিমধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে।
রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
সিএ/জেএইচ


