বাজারে এখনো আইফোন ১৭ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা থাকলেও প্রযুক্তিপ্রেমীদের আলোচনায় ইতিমধ্যে জায়গা করে নিয়েছে সম্ভাব্য আইফোন ১৮ প্রো। নতুন এই ডিভাইসকে ঘিরে প্রতিদিনই সামনে আসছে নানা জল্পনা-কল্পনা ও ফাঁস হওয়া তথ্য। সম্প্রতি এক জনপ্রিয় অ্যাপল টিপস্টারের প্রকাশিত তথ্যে আইফোন ১৮ সিরিজ নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক–এ প্রকাশিত এক ভিডিওতে হোস্ট জন প্রোসার ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ নিয়ে আলোচনা করেন। তার দাবি অনুযায়ী, অ্যাপল এবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটতে পারে, যা আগের মডেলগুলোর তুলনায় ভিন্ন অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের।
ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো বড় ডায়নামিক আইল্যান্ড দেখা নাও যেতে পারে। এর বদলে থাকতে পারে একটি পাঞ্চ-হোল কাটআউট। আগের গুজবেও এমন ইঙ্গিত মিলেছিল। সবচেয়ে আলোচিত বিষয় হলো, অ্যাপল নাকি ডিসপ্লের নিচে ফেস আইডি সেন্সর স্থাপনের প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি বাস্তবায়িত হলে আইফোনের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৮ প্রো খুব বেশি আলাদা না হলেও আগের সিরিজের তুলনায় আরও পরিশীলিত ও রুচিশীল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুনভাবে সাজানো ক্যামেরা আইল্যান্ড ডিজাইন ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দিতে পারে।
পারফরম্যান্সের দিক থেকেও বড় উন্নতির আভাস মিলছে। নতুন প্রো সিরিজে এ২০ প্রো চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও স্মার্ট হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারগুলো আরও ভালোভাবে চালাতে ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে। পাশাপাশি দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগের জন্য অ্যাপলের নতুন সি২ মডেম যুক্ত হওয়ার গুঞ্জনও রয়েছে।
ক্যামেরা বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। গুজব অনুযায়ী, প্রথমবারের মতো আইফোনে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে, যা আলো নিয়ন্ত্রণে আরও বেশি নমনীয়তা দেবে এবং ছবি ও ভিডিওর মান উন্নত করবে।
রঙের ক্ষেত্রেও নতুনত্ব আনতে পারে অ্যাপল। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের উল্লেখ রয়েছে। আগের কিছু তথ্যে এসব রঙের আভাস পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে, প্রো সিরিজের রঙের প্যালেটে বড় পরিবর্তন আসতে পারে।
তবে এসব তথ্যই এখনো গুজবের ওপর নির্ভরশীল। আইফোন ১৮ প্রো বাজারে আসতে এখনও সময় বাকি। তাই অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে চূড়ান্ত ধরে নেওয়ার সুযোগ নেই।
সিএ/এমআর


