বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সর্বাত্মক চেষ্টা করেও আইসিসির (ICC) ভোটাভুটিতে সফল হতে পারেনি।
বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে সমর্থন জোগানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আজ অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভার ভোটে বাংলাদেশ মাত্র ২টি ভোট পায় এবং ১২-২ ব্যবধানে হেরে যায়। ভোট হয়েছে ১২টি পূর্ণ সদস্য ও ৪টি সহযোগী দেশের মধ্যে। বাংলাদেশ যে দুই ভোট পেয়েছে, তার একটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) থেকে এসেছে।
আইসিসি সভার পর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতের মাটিতে খেলবে। বিসিবি আগে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করেছিল। তবে আইসিসি বোর্ড উল্লেখ করেছে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।
বিসিবি সূত্রের মতে, আইসিসি ভোটের পর বাংলাদেশ সরকারকে সঙ্গে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে এবং বোর্ডকে একটি দিন সময় দেওয়া হয়েছে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যেতে চায়, তবে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে দেখা যেতে পারে। বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
সিএ/এসএ


