কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে জেলা প্রশাসকের মিলনায়তনে এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৬ জন প্রার্থীকে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা মিলনায়তনে উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম–১ আসন
সাইফুর রহমান রানা (ধানের শীষ), হারিসুল বারী রনি (হাতপাখা), আনোয়ারুল ইসলাম (দাড়িপাল্লা), মোস্তাফিজুর রহমান (লাঙ্গল),
বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)।
কুড়িগ্রাম–২ আসন
সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ), আতিকুর রহমান মুজাহিদ (শাপলা কলি), মাওলানা নূর বখত মিঞা (হাতপাখা), পনির উদদীন আহমেদ (লাঙ্গল)।
কুড়িগ্রাম–৩ আসন
তাসভীর উল ইসলাম (ধানের শীষ), মাহবুবুল আলম সালেহী (দাড়িপাল্লা), ডা. আক্কাস আলী সরকার (হাতপাখা), আব্দুস সোবহান সরকার (লাঙ্গল), নুরে ইলাহি সিদ্দিক (ট্রাক)।
কুড়িগ্রাম–৪ আসন
আজিজুর রহমান (ধানের শীষ), মোস্তাফিজুর রহমান (দাড়িপাল্লা), হাফিজুর রহমান (হাতপাখা), এ কে এম ফজলুল হক (লাঙ্গল), রুখুনুজামান শাহিন – স্বতন্ত্র (বালতি)।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চারটি আসনেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলেও জানানো হয়।
বর্তমানে জেলায় সকল প্রার্থী ও দলের কর্মীরা নিজ নিজ প্রতীকে প্রচারণা ত্বরান্বিত করার প্রস্তুতি নিচ্ছেন।
রতন রায়, কুড়িগ্রাম জেলা
সিএ/জেএইচ


