বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জ সফর করবেন। এদিন জেলার আড়াইহাজার উপজেলায় একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এই পথসভার আয়োজন করা হয়েছে। তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
পথসভাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, জনসভায় যোগদানের জন্য জরুরি প্রয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত করা প্রয়োজন। একই সঙ্গে জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক সহায়তা প্রদানের বিষয়েও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আবেদনপত্রে সংশ্লিষ্ট সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা বিএনপির নেতারা জানান, ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন।
কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন। এরপর সকাল ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। পরে মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সমাবেশে অংশ নেবেন।
এ ছাড়া ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তার। এসব কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
সিএ/এএ


