তীব্র শীত আর মেঘনার হিমেল হাওয়ায় বিপর্যস্ত চাঁদপুরের হাইমচরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।
বুধবার (২১ জানুয়ারি) উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর ইউনিয়নের নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক মানবিক কর্মসূচির মাধ্যমে ১০০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রেড ক্রিসেন্টের একঝাঁক প্রাণোচ্ছল তরুণ স্বেচ্ছাসেবী অত্যন্ত সুশৃঙ্খলভাবে শীতার্তদের হাতে কম্বল তুলে দিচ্ছেন। হাড়কাঁপানো শীতে একটি উষ্ণ কম্বল হাতে পেয়ে অনেক বৃদ্ধ ও অসহায় মানুষের চোখে-মুখে তৃপ্তির হাসি দেখা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়ে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুব রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা।
হাইমচর উপজেলা যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত দলনেতা ওসমান হোসেন অয়ন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, তুন্না আক্তার, বিভাগীয় প্রধান, স্বাস্থ্য সেবা বিভাগ। সিপাত হোসেন,বিভাগীয় প্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ)।স্বেচ্ছাসেবী সদস্য, সুমনা, তুহিনা, জুবায়ের, তুষার, রিফাত, হারিস, নেয়াজ, মেহেরাজ, আমেনা, মারজিয়া, ইসারত, সায়মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, হাইমচর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। মেঘনা উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা স্থানীয় মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর প্রতিনিধি
সিএ/জেএইচ


