একসময় কবরস্থান ছিল এমন জমি নদীতে ভেঙে গিয়ে পরে ভরাট হলে সেখানে চাষাবাদ বা বসবাস করা যাবে কি না—এ প্রশ্নের শরয়ি ব্যাখ্যা দিয়েছেন আলেমরা।
যদি কবরস্থানটি ওয়াকফ বা সরকারি হয়ে থাকে এবং ব্যক্তিমালিকানাধীন না হয়, তাহলে সেখানে চাষাবাদ বা বসবাস করা জায়েজ নয়। ভরাট হওয়ার পরও তা কবরস্থান হিসেবেই গণ্য হবে।
তবে কবরস্থানটি যদি ব্যক্তিমালিকানাধীন হয়, তাহলে পূর্বের মালিকরা সেখানে চাষাবাদ বা বসবাস করতে পারবেন।
সিএ/এমআর


