স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে নতুন করে কঠোর পদক্ষেপের কথা ভাবছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সাইবার চক্রের প্রতারণা মোকাবিলায় অ্যাপের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারে নিয়ন্ত্রণ, সফটওয়্যার যাচাই এবং সোর্স কোড বিশ্লেষণের মতো নীতিমালা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন নীতিমালায় কোনো অ্যাপ যেন নিজের ইচ্ছামতো ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে। এর ফলে ব্যবহারকারীর অজান্তে তথ্য ফাঁসের ঝুঁকি কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরে সোর্স কোড বিশ্লেষণ আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। স্মার্ট ডিভাইসে ব্যবহৃত প্রোগ্রামগুলো ল্যাবে পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে তদন্ত চালানো হবে। পাশাপাশি প্রি-ইনস্টল করা অ্যাপ সরানোর সুযোগ রাখার বিষয়েও আলোচনা চলছে।
তবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, নিরাপত্তার কারণে সোর্স কোড শেয়ার করা সম্ভব নয়। কিছু কোম্পানির মতে, নিয়মিত ম্যালওয়্যার স্ক্যানিংয়ের ফলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং অনেক ফোনে পর্যাপ্ত স্টোরেজ না থাকায় ডিভাইসে সমস্যা তৈরি হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যবহারকারীদের সচেতনতা বাড়ালেও অনেক ঝুঁকি কমানো সম্ভব।
সিএ/এমআর


