দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মাত্র দেড় বছরের নিরলস প্রচেষ্টায় অর্থনীতিকে খাদের কিনার থেকে সফলভাবে তুলে আনা সম্ভব হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থনীতির অগ্রগতি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক উন্নতির তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, “আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন তা কেবিনে স্থানান্তরিত হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন আর সংকটাপন্ন নয়। সরকারের সঠিক পদক্ষেপের ফলে এটি ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা সম্ভব হয়েছে।”
নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “এখন আর কোনো রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দলকে সামনে আনা যাচ্ছে না এবং পেশিশক্তির মাধ্যমেও নির্বাচন প্রভাবিত হচ্ছে না। পরিবেশ যখন এমন অনুকূলে, তবে ভোট হবে না কেন?” সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
গণভোট ও সংস্কার গণভোটে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, সরকার চায় জনদরদি ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক; যারা কথায় নয়, কাজে নিজেদের প্রমাণ দেবেন। তিনি আরও যোগ করেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং যেকোনো সরকারেরই এটি করা দায়িত্ব। সেই লক্ষ্যেই সরকার বর্তমানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।”
পে স্কেল সংস্কার সরকারি কর্মচারীদের পে স্কেল সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, এই সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেই সরকার কাজ শুরু করেছে। তবে এটি বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন। সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু সম্ভব সরকার তা বাস্তবায়নের চেষ্টা করছে বলে তিনি খামারিদের আশ্বস্ত করেন।
ভোটের গাড়ি পরিদর্শন মতবিনিময় সভা শেষে অর্থ উপদেষ্টা ‘ভোটের গাড়ি’র কার্যক্রম ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো. রবিউল হাসান।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


