বাংলাদেশের ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ কোটি টাকায়। এই ঋণ খাতের বিতরণ করা মোট ঋণের ৩৭.১১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শেষের হিসাব অনুযায়ী ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণ ছিল ৭৯ হাজার ২৫১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ৪০৮ কোটি টাকা পৌঁছেছে।
গত বছরের জুন শেষে এই খাতের খেলাপি ঋণ ছিল ২৭ হাজার ৫৪১ কোটি টাকা। তখন খাতটির মোট ঋণের ৩৫.৭২ শতাংশ খেলাপি হিসেবে ধরা হয়েছিল। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ১ হাজার ৮৬৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
সিএ/এসএ


