ওপেনএআই জানিয়েছে, শিগগিরই চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কাছে তাঁদের আগ্রহ অনুসারে পণ্যের বিজ্ঞাপন দেখাতে পারবে।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য ফ্রি ভার্সনে এই পরীক্ষামূলক ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি মাসে ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনও চালু করছে। ‘গো’ প্ল্যানে দীর্ঘমেয়াদি মেমোরি, আরও ছবি তৈরির সুবিধাসহ কিছু উন্নত বৈশিষ্ট্য থাকবে, যা প্রচলিত ‘প্লাস’ (মাসে ২০ ডলার) বা ‘প্রো’ (মাসে ২০০ ডলার) সাবস্ক্রিপশনের তুলনায় সাশ্রয়ী। তবে ‘গো’ গ্রাহককেও বিজ্ঞাপন দেখতে হবে।
প্লাস ও প্রো সাবস্ক্রিপশন গ্রাহক এবং ব্যবসায়িক গ্রাহকদের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান আগে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করেছিলেন। তবে প্রতিষ্ঠানটি বর্তমানে মাসিক ৮০ কোটি ব্যবহারকারীর কাছে আয় বাড়ানোর চেষ্টা করছে। আগামী আট বছরে এআই অবকাঠামোতে ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত নভেম্বরেও তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের মধ্যে কোম্পানিটি বছরে প্রায় ২০ বিলিয়ন ডলারের আয় করতে চায়।
গত বছর প্রতিষ্ঠানটি ‘ইনস্ট্যান্ট চেকআউট’ নামে একটি টুল চালু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা ওয়ালমার্ট, এটসির মতো খুচরা বিক্রেতাদের কাছ থেকে সরাসরি পণ্য কিনতে পারেন। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত নতুন টুল যুক্ত হয়েছে, যা চ্যাটজিপিটিকে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হিসেবে তৈরি করতে সাহায্য করে এবং ব্যবহারকারীদের পেইড সাবস্ক্রিপশন নিতে উৎসাহিত করে।
বিজ্ঞাপন প্রদর্শন ওপেনএআইয়ের জন্য লাভজনক হতে পারে, কারণ চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীর কথোপকথনের তথ্য ব্যবহার করে খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করা সম্ভব। উদাহরণস্বরূপ, কেউ ভ্রমণের পরিকল্পনা করতে চাইলেই সেই অঞ্চলের হোটেল বা বিনোদন কেন্দ্রের বিজ্ঞাপন দেখানো যেতে পারে।
পরীক্ষামূলক এই ব্যবস্থায় ব্যবহারকারীর কোনো প্রশ্নের উত্তরের ঠিক নিচে বিজ্ঞাপন প্রদর্শিত হবে এবং ‘স্পনসরড’ লেবেল বা চিহ্ন থাকবে। তবে ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরকে প্রভাবিত করবে না। ব্যবহারকারীদের বিশ্বাস রাখতে হবে, চ্যাটজিপিটি সব সময় বস্তুনিষ্ঠভাবে এবং প্রয়োজনীয় তথ্যের ওপর ভিত্তি করে উত্তর দেয়।
সিএ/এসএ


