দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিদ্যমান বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে বর্তমানে দায়িত্বে থাকা কমিটিগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
সাধারণত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হলে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের বিধান রয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচন এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে অনেক প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই বিদ্যমান কমিটির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বর্তমানে যারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও বিশেষ পরিস্থিতির কারণে তাদের সবার মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্ধিত এই সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ম অনুযায়ী পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হতে পারে। এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সিএ/এসএ


