ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের মানুষ—বিশেষ করে জেনারেশন জেড—বিজেপির উন্নয়ন মডেলের ওপর আস্থা রাখছে। তিনি বলেন, অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। শনিবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
জনসভায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের কঠোর সমালোচনা করে মোদি বলেন, ব্যাপক অনুপ্রবেশের কারণে রাজ্যের জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে। তাঁর দাবি, মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে সাম্প্রতিক সহিংসতার পেছনে অনুপ্রবেশের ভূমিকা রয়েছে। এ জন্য তিনি টিএমসির ‘পৃষ্ঠপোষকতা’ ও ‘সিন্ডিকেট রাজ’কে দায়ী করেন।
প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের অন্যতম বড় সমস্যা। বিশ্বের অনেক উন্নত ও সমৃদ্ধ দেশ অবৈধ অভিবাসীদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। একইভাবে পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের সরানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে মোদি দাবি করেন, অনুপ্রবেশের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় দাঙ্গা হয়েছে। তাঁর অভিযোগ, টিএমসির সিন্ডিকেট ব্যবস্থা অনুপ্রবেশকারীদের বাংলায় বসতি গড়তে সহায়তা করছে, যার ফলে বহু এলাকায় জনমিতিক পরিবর্তন ঘটছে।
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে চলমান বিতর্কের মধ্যে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া মাতুয়াদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের চিন্তার কোনো কারণ নেই।
জনসভায় মোদি পশ্চিমবঙ্গের মানুষকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ও চারটি নতুন অমৃত ভারত ট্রেন পাওয়ার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বলেন, বাংলার সব গৃহহীন মানুষ যেন পাকা ঘর ও বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পান, সে জন্য কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
টিএমসি সরকারকে ‘নির্দয় ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে মোদি অভিযোগ করেন, তারা কেন্দ্রীয় সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। তাঁর দাবি, টিএমসি ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে।
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মোদি বলেন, টিএমসির হুমকির রাজনীতি ও দাদাগিরি খুব শিগগিরই শেষ হবে। চারদিক থেকে বিজেপি-শাসিত রাজ্য দিয়ে ঘেরা পশ্চিমবঙ্গেও এবার সুশাসনের সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। জনসভা থেকে তিনি স্লোগান দেন—‘এবার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।’
সূত্র: দ্য হিন্দু
সিএ/এসএ


