শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণবিধি প্রতিপালনের শর্তে শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি, প্রজ্ঞাপনের দ্বিতীয় অনুচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ইসি পূর্বে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছিল। এই ঘোষণার প্রতিবাদে ১২ জানুয়ারি রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি তোলেন। পরে শাকসু নির্বাচনের দাবিতে ৭৬ জন প্রার্থীর স্বাক্ষরযুক্ত স্মারকলিপি জমা দেয়ার পর ইসি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের অনুমোদন প্রদান করে।
সিএ/এসএ


