বহুল প্রতীক্ষিত অ্যাপল ওয়াচ আলট্রা ৪ আগামী সেপ্টেম্বর মাসে বাজারে আসতে যাচ্ছে। নতুন এই স্মার্টওয়াচটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নতুন ফিচার, উন্নত পারফরম্যান্স এবং নকশাগত পরিবর্তন ঘিরে আগ্রহ দিন দিন বাড়ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকি গ্যাজেটসের প্রতিবেদনে বলা হয়েছে, আগের মডেলের তুলনায় অ্যাপল ওয়াচ আলট্রা ৪ আরও স্লিম ডিজাইনের হতে পারে। এতে বড় ডিসপ্লে ও পাতলা বেজেল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারে ব্যবহারকারীদের আরও আরামদায়ক অভিজ্ঞতা দিতে পারে।
নতুন মডেলটিতে অ্যাপলের সর্বশেষ এস১১ চিপ ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চিপের মাধ্যমে দ্রুতগতির পারফরম্যান্সের পাশাপাশি উন্নত এনার্জি এফিসিয়েন্সি নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নতুন কমিউনিকেশন চিপ যুক্ত হওয়ায় ডিভাইসটির কানেক্টিভিটি আরও শক্তিশালী হতে পারে।
কানেক্টিভিটির ক্ষেত্রে আলট্রা ৪-এ ৫জি সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এর ফলে দুর্বল নেটওয়ার্ক কাভারেজযুক্ত এলাকাতেও উন্নত ডেটা স্পিড এবং কল কোয়ালিটি পাওয়া যেতে পারে। আগের মডেলগুলোর মতো স্যাটেলাইট এসওএস ফিচারও এতে রাখা হতে পারে, যা জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।
ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রেও নতুন মডেলটি আগের মান ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। লো পাওয়ার মোডে অ্যাপল ওয়াচ আলট্রা ৪ সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে, যা দীর্ঘ ভ্রমণ ও আউটডোর কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।
স্বাস্থ্য নজরদারির দিক থেকে এই স্মার্টওয়াচে উচ্চ রক্তচাপ সংক্রান্ত সতর্কতা ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গ্লুকোজ সেন্সর যুক্ত হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অ্যাপল ওয়াচ আলট্রা ৪ আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যেতে পারে। দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও বিশ্লেষকদের ধারণা, এর মূল্য ৮৪৯ থেকে ৮৯৯ ডলারের মধ্যে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ লাখ সাড়ে ৩ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকার সমান।
সিএ/এমআর


