দিনাজপুরে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে এবার আলোচনায় এসেছেন স্থানীয় সাংবাদিক সালাহ উদ্দীন। অভিযোগ উঠেছে, এসব ঘটনার ক্ষেত্রে তিনি নিরপেক্ষতা বজায় না রেখে ছাত্রদলের নেতাকর্মীদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন।
স্থানীয়দের একাংশের দাবি, শিক্ষার্থীদের ওপর হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং কোতোয়ালি থানার ওসিকে অপমানের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সাংবাদিক সালাহ উদ্দীনের উপস্থাপনায় ঘটনার একটি অংশ গুরুত্ব পায়নি। এতে প্রকৃত ঘটনার চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
সমালোচকদের মতে, একজন সাংবাদিকের দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য জনগণের সামনে তুলে ধরা। কিন্তু এই ঘটনায় সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
সিএ/এমআর


