দিনাজপুর শহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দোয়া মাহফিলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী জোরপূর্বক শিক্ষার্থীদের ওই দোয়া মাহফিলে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা যেতে অনিচ্ছা প্রকাশ করলে তাদের ওপর সন্ত্রাসীদের মতো হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেও বিএনপি ও ছাত্রদলের কর্মীরা বেপরোয়া আচরণ করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
এমনকি দিনাজপুর কোতোয়ালি থানার সম্মানিত অফিসার ইনচার্জ (ওসি)-কেও প্রকাশ্যে অপমান ও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি স্বৈরাচারী কায়দায় সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর শহরে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সিএ/এমআর


