পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুনসহ দরজা-জানালার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করে বিএনপি কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর এক ব্যক্তি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও কার্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ আগুনে পুড়ে যায়।
একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেছেন, পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, এটি স্বাভাবিক কোনো অগ্নিকাণ্ড নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, ‘অগ্নিসংযোগে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি’। তবে তার দাবি, আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিএ/এএ


