ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সেনা সদস্যের সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঘাঁটিতে মোতায়েন সেনাদের একটি অংশ সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানান, পরিস্থিতির অবনতি হলে ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে বিবিসি জানিয়েছে, আল-উদেইদ ঘাঁটি থেকে কিছু ব্রিটিশ সেনাকেও প্রত্যাহার করা হচ্ছে।
কাতার সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কাতারের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার মধ্যে ইরান নিজস্ব আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে প্রাথমিকভাবে দুই ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ করা হলেও পরে সেই সময়সীমা বাড়ানো হয়।
সূত্র: বিবিসি, সিবিএস
সিএ/এএ


