বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা এ সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাৎকালে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। আলোচনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক মতবিনিময় হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শাহজাদ হোসেন, খোকন চন্দ্র দাসসহ অন্যরা।
এ টি এম গোলাম মাওলা চৌধুরী জানান, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, জনগণের রায়ের মাধ্যমে সরকার গঠন করতে পারলে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
এদিকে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেছেন তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি চালক প্রতিনিধিদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন কথা শোনেন।
এ ছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। বুধবার (১৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে তিনি গুলশানে বিএনপি কার্যালয়ে যান। সেখানে শোক বইতে সই করার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
সাক্ষাৎকালে আবদুল্লাহিল আমান আযমী নিজের লেখা একটি বই তারেক রহমানের হাতে তুলে দেন। শোক প্রকাশে উপস্থিত থাকার জন্য তারেক রহমান তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সিএ/এএ


