টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা সে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে আলোচনার বিষয়টি চলমান রয়েছে। শেষ পর্যন্ত যদি আইসিসি ভেন্যু পরিবর্তন না করে, তাহলে বিসিবি কী সিদ্ধান্ত নেবে—এটি এখনও স্পষ্ট হয়নি। তবে বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, সম্ভবত বিশ্বকাপে খেলতে না যাওয়া হতে পারে।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল ইসলাম জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বিসিবি কোনো আর্থিক ক্ষতির মুখে পড়বে না। ক্ষতি হবে ক্রিকেটারদের। তিনি বলেন, ম্যাচ ফি বা সেরা পারফরম্যান্স পুরস্কারের অর্থ তারা পাবেন না।
ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্ন করা হলে নাজমুল পাল্টা প্রশ্ন করেন, “কোটি কোটি টাকা খরচ করার পর যদি ক্রিকেটাররা কিছুই করতে না পারে, তখন কি আমরা তাদের কাছ থেকে সেই টাকা ফেরত চাই?” তিনি আরও বলেন, “ওরা যদি গিয়ে কিছুই করতে না পারে, তাহলে আমরা তাদের পেছনে যে এত কোটি কোটি টাকা খরচ করেছি, তা কি ফেরত চাইছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।”
তিনি আরও যুক্তি দিয়েছেন, “ধরে নিন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা? আমার দুই হাত আছে। এই দুই হাত দিয়ে আমি অনেক কাজ করি। এখন যদি হাত না থাকে, শরীর থাকবে না; শরীর না থাকলে হাত কাজ করবে না। একে-অপরকে বাদ দিয়ে আরেকটাকে আলাদা ভাবা যায় না। তারা একে-অপরের পরিপূরক, প্রতিপক্ষ নয়।”
সিএ/এএ


