নারায়ণগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি রাত থেকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮) ও সজিব (২৪)। এদের সবাই ফতুল্লা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, ১২ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানার নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রায়হানকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে তদন্তের দায়িত্ব ডিবির হাতে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তারকৃত শরীফ আদালতে হাজির হলে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর তিন আসামিকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান এখনও অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, শরীফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
সিএ/এএ


