মেহেদী হাসান
মুক্তাগাছা, ময়মনসিংহ
মুক্তাগাছা নতুন বাজার থেকে হাজীকাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ রোডের অবস্থা একেবারেই চলাচলের অযোগ্য হয়েছে প্রায় ৩ বছর যাবত!!
এই রাস্তা দিয়ে এলাকাবাসী সহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করেন। দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি মাধ্যমিক বিদ্যালয় আরেকটি মহিলা কলেজ।
এই রাস্তায় চলাচলরত এলাকাবাসী ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেক কষ্টে রাস্তা দিয়ে চলাচল করেন, এর পরেও পৌরসভার কতৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না।
বৃষ্টি এলেই রাস্তায় কাঁদা ও পানি থাকার কারনে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পরেন।আবার অনেক সময় ইটের ছোট ছোট খুয়ায় হুচট খেয়ে দূর্ঘটনার সৃষ্টি হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায় এই রাস্তা সংস্কার হলে আমাদের চলাচলের দুর্বোগ অনেক টাই কমে যাবে। তাই তাদের দাবী রাস্তার দ্রুত সংস্কারের।