এক সময় হিন্দি সিনেমার নিয়মিত মুখ ছিলেন আনুশকা শর্মা। ‘রব নে বানা দি জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘পিকে’, ‘সুলতান’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে রুপালি পর্দায় তাকে খুব একটা দেখা যাচ্ছে না।
ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকেই ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন আনুশকা। বিশেষ করে কন্যাসন্তান ভামিকার জন্মের পর বলিউডে তার উপস্থিতি আরও কমে যায়। এরপর পরিবারে আসে পুত্র অকায়। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই কাটছে এই তারকা দম্পতির জীবন।
ভামিকা সদ্য পাঁচ বছরে পা রেখেছে, আর আগামী ফেব্রুয়ারিতে অকায়ের বয়স হবে দুই বছর। এই সময়ে সন্তানদের লালন-পালন ও সংসার সামলানোই আনুশকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিনয়ে ফেরা নয়, বরং মা হিসেবে দায়িত্ব পালন করাকেই তিনি এখন অগ্রাধিকার দিচ্ছেন।
এর আগে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এর মাধ্যমে তার বড় পরিসরে প্রত্যাবর্তনের কথা শোনা গেলেও আপাতত সেটি অনিশ্চিত হয়ে পড়েছে। জীবনের নতুন বাস্তবতা ও দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই এখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি মেয়ে ভামিকার জন্মদিনে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় আনুশকা লিখেছেন, ‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’ এই বক্তব্য থেকেই স্পষ্ট, মাতৃত্বই এখন তার জীবনের প্রধান পরিচয়।
এদিকে শোনা যাচ্ছে, বিরাট কোহলি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আলোচনার বাইরে থাকতে লন্ডনে স্থায়ী হওয়ার কথাও ভাবছেন এই দম্পতি। সেক্ষেত্রে ক্যামেরা ও লাইমলাইট থেকে আরও দূরে সরে যেতে পারেন আনুশকা শর্মা।
সিএ/এসএ


