শীতের সময় চাদর, মাফলারে বা অন্য কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে নামাজ আদায় করার বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। ইসলামিক শিক্ষা অনুযায়ী, নারী-পুরুষ উভয়ের জন্যই নামাজে চেহারা খোলা রাখা সুন্নত। চেহারা ঢেকে নামাজ পড়া সাধারণ অবস্থায় মাকরুহ, তাই বিশেষ কোনো ওজর ছাড়া মুখ বা চেহারার একাংশ ঢেকে নামাজ আদায় করা এড়িয়ে চলা উচিত।
হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাঁধের দুই পাশে কাপড় ঝুলিয়ে নামাজ পড়া এবং নামাজের সময় মুখ ঢাকার বিষয়ে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ: ৬৪৩) তবে কোনো বিশেষ অসুবিধা ছাড়া মুখ ঢেকে নামাজ আদায় করলে এটি মাকরুহ হলেও নামাজ বৈধ থাকে এবং পুনরায় পড়ার প্রয়োজন হয় না।
শরিয়তে গ্রহণযোগ্য কোনো বিশেষ ওজর থাকলে মুখ ঢেকে নামাজ আদায় করা মাকরুহ হিসেবে গণ্য হবে না। উদাহরণস্বরূপ, কেউ সর্দি-কাশিতে আক্রান্ত হলে এবং জামাতে নামাজের সময় পাশের মুসল্লিদের অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে, তখন নাক-মুখ ঢেকে নামাজ পড়া অনুমোদিত।
সিএ/এমআর


